‘বাঁদরদের মধ্যে থাকলে আলাদাই করা যায় না’ যোগীকে কটাক্ষ অখিলেশের
যদি একদল বাঁদরের মধ্যে বসে থাকলে যোগীকে আলাদা করে চেনাই যাবে না, যোগী আদিত্যনাথকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির প্রধান বিহারে এসেছিলেন ভোটপ্রচারে। সেখানে তিনি বলেন, ”বিজেপি এখন গান্ধীজির তিন বাঁদরের উপমা মনে করাচ্ছে, কারণ ওরা মানুষের মন গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরাতে চাইছে। কিন্তু সত্যিটা হল উনি যদি বাঁদরদের মধ্যে বসে থাকেন, তাহলে আমি বা আপনি কেউই আলাদা করে চিনতে পারব না।” অখিলেশ সরাসরি যোগীর নাম না করলেও তিনি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশেই একথা বলছেন তা স্পষ্ট। কেননা, গত সোমবার জনসভায় যোগী গান্ধীর তিন বাঁদরের উপমা টেনে আক্রমণ করেন বিরোধীদের।দ্বারভাঙা জেলার কেওটিতে জনসভা করেন যোগী। সেখানেই বিজেপি প্রার্থী মুরারি মোহন ঝা-কে সমর্থন জানানোর সময় বিরোধীদের উদ্দেশে ব্যাঙ্গ করে তাঁকে বলতে শোনা যায়, ”ওই জোটে ‘পাপ্পু, টাপ্পু ও আপ্পু’ নামে তিন বাঁদর রয়েছে। তারা সত্য বলতে পারে না, সত্য দেখতে পায় না এবং সত্য শুনতেও পায় না। তাঁরা মোদি সরকারের উন্নয়ন কোনও ভাবেই মেনে নিতে পারেন না।” সেই সঙ্গেই এনডিএ সরকারের সুখ্যাতি করে মুরারি মোহন ঝা-কে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান।৬ নভেম্বর বিহারে প্রথম পর্যায়ের ভোট। দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ ১১ নভেম্বর। গণনা ১৪ নভেম্বর।