দেশে এক লক্ষেরও বেশি স্কুলে মাত্র এক জন শিক্ষক! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এমনই রিপোর্ট
সংবাদ সংস্থা ঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসাবে দেশে মোট ১,০৪,১২৫টি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন। ওই স্কুলগুলিতে ৩৩,৭৬,৭৬৯ জন পড়ুয়া ভর্তি রয়েছে। অর্থাৎ, এই ধরনের প্রতিটি স্কুলে গড়ে ৩৪ জন করে পড়ুয়া পড়াশোনা করে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে। কেন্দ্রের তথ্য অনুসারে, এই ধরনের স্কুল সবচেয়ে বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশে। তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড। আবার এক জন করে শিক্ষক থাকা এই স্কুলগুলিতে সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, মাত্র এক জন শিক্ষক রয়েছেন, অন্ধ্রপ্রদেশে এমন স্কুলের সংখ্যা ১২,৯১২। উত্তরপ্রদেশে এই ধরনের স্কুল আছে ৯,৫০৮টি, ঝাড়খণ্ডে রয়েছে ৯,১৭২টি, মহারাষ্ট্রে রয়েছে ৮,১৫২টি এবং কর্নাটকে আছে ৭,৩৪৯টি। মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে এক জন শিক্ষক নিয়ে চলা স্কুল রয়েছে ৭,২১৭টি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটি ৬,৪৮২। এ ছাড়া রাজস্থানে ৬,১১৭টি, ছত্তীসগঢ়ে ৫,৯৭৩টি এবং তেলঙ্গানায় ৫,০০১টি এই ধরনের স্কুল রয়েছে। উত্তরপ্রদেশে এক জন শিক্ষক নিয়ে চলা এই স্কুলগুলিতে রয়েছে ৬,২৪,৩২৭ জন পড়ুয়া। ঝাড়খণ্ডে এই ধরনের স্কুলগুলিতে ৪,৩৬,৪৮০ জন পড়ুয়া ভর্তি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২,৩৫,৪৯৪ জন পড়ুয়া এই স্কুলগুলিতে পড়াশোনা করে।