শান্তিপুর সাহেবডাঙ্গায় ব্যবসায়ী খুনে বড় সাফল্য শান্তিপুর পুলিসের
কলকাতা :শান্তিপুর সাহেবডাঙ্গায় ব্যবসায়ী খুনে বড় সাফল্য শান্তিপুর পুলিসের। হাশিম মন্ডল খুনে মূল মাথাকে জলপাইগুড়ি গ্রেফতার করলো শান্তিপুর পুলিশ। সূত্রের খবর, গত 28 তারিখ শান্তিপুর সাহেব ডাঙ্গার মির্ধা পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে হাশিম মন্ডল নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার করে শান্তিপুর পুলিশ। পরে সেই ঘটনার তদন্ত করে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। আর তাদেরই জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত মামুন শেখের সন্ধান পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি নদীয়ার চাপড়া থানার অন্তর্গত হাটখোলা গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয়ে হাসিমের কাছ থেকে মোটা টাকা তোলা চেয়েছিল এই মামুন শেখ। সেই টাকা দিতে অস্বীকার করায় পরিকল্পনা করে হাশিম কে খুন করে সে। ঘটনার পর এলাকা ছেড়ে পালালেও শেষ রক্ষা হয়নি। সোমবার রাতে জলপাইগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। মঙ্গলবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ধৃত মামুন শেখ।