বিদেশি সন্দেহে ধরা হলে ১০ দিনের মধ্যেই নাগরিকত্ব প্রমাণ করতে হবে, নয়া বিধি অসমে

Sep 11, 2025 - 00:25
 4
বিদেশি সন্দেহে ধরা হলে ১০ দিনের মধ্যেই নাগরিকত্ব প্রমাণ করতে হবে, নয়া বিধি অসমে

বিদেশি সন্দেহে কাউকে চিহ্নিত করা হলে, ১০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। অনুপ্রবেশ রুখতে নয়া নিয়মে সায় দিল অসম সরকার। এত দিন অসমে বিদেশি বা অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজ করে এসেছে ‘ফরেনার্স ট্রাইব্যুনাল’। অসমের বিজেপি সরকার এ বার সেই দায়িত্ব জেলা কমিশনারদের হাতে তুলে দিল। নয়া বিধি অনুযায়ী, বিদেশি সন্দেহে কেউ ধরা পড়লে, নাগরিকত্বের প্রমাণপত্র জেলা কমিশনারদের হাতেই জমা করতে হবে। তাতে তাঁরা সন্তুষ্ট হলে তবেই রেহাই। অন্যথায় জেলা কমিশনারেরাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। অনেকে মনে করছেন, অসম সরকারের এই নয়া বিধিতে আসলে বকলমে ফরেনার্স ট্রাইব্যুনালের ক্ষমতা কেড়ে নেওয়া হল। তবে বিধি অনুযায়ী, যদি কোনও জেলা কমিশনার সিদ্ধান্ত নিতে না পারেন, তখনই বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানো হবে। চলতি বছরের জুনে হিমন্ত বিধানসভায় জানিয়েছিলেন, তাঁর সরকার ১৯৫০ সালে অনুপ্রবেশ আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট অসমে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে রায় দিয়েছিল, সে কথাও উল্লেখ করেছিলেন হিমন্ত। সেই রায় অনুযায়ী, ১৯৭১ সালের ২৪ মার্চের যাঁরা অসমে প্রবেশ করেছেন, তাঁদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা যাবে। সেইমতোই অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের নয়া বিধিতে মঙ্গলবার অনুমোদন দিয়েছে অসমের মন্ত্রিসভা। হিমন্ত জানিয়েছেন, যদি জেলা কমিশনারেরা জানতে পারেন যে, তাঁদের জেলায় কোনও বিদেশি অবৈধ ভাবে বসবাস করছেন, তাঁকে নোটিস পাঠানো হবে। বলা হবে ১০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে। সংশ্লিষ্ট ব্যক্তি যদি তা না পারেন, তা হলে জেলা কমিশনার তাঁর উদ্দেশে বাড়ি ছাড়ার নোটিস জারি করবেন। এর পর ওই ব্যক্তিকে বন্দিশিবিরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে বাংলাদেশ বা পাকিস্তানে পাঠানো (পুশব্যাক) করা হবে বলে জানিয়েছেন হিমন্ত।