১০ ডিগ্রির নীচে নামবে পারদ, বাংলায় জাঁকিয়ে শীতের দাপট
অবশেষে রাজ্যে জাঁকিয়ে শীতের দাপট। উত্তুরে হাওয়ার জেরে রাজ্যজুড়ে বাড়ছে কাঁপুনি। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত শুষ্ক হাওয়ার প্রবাহই বজায় থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ইতিমধ্যেই পারদ নেমেছে ৫–৯ ডিগ্রির মধ্যে, যা আরও কমতে পারে আগামী দিনে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। ফলে টানা কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব-পশ্চিম বর্ধমানসহ বিভিন্ন জেলায় শীতের তীব্রতা আরও বাড়বে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি, যা স্থিতিশীলই থাকবে বলে অনুমান। দক্ষিণবঙ্গের বহু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রা আরও কমতে পারে। সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সৃষ্টি হবে, কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটার পর্যন্ত। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিঙে পারদ ইতিমধ্যেই ৫ ডিগ্রির ঘরে নেমেছে এবং আগামী দিনে আরও নামতে পারে বলে পূর্বাভাস।