প্রবল ঘূর্ণিঝড় হয়ে ‘মোন্থা’ ঝাঁপাবে অন্ধ্রে! দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি

Oct 27, 2025 - 07:54
 40
প্রবল ঘূর্ণিঝড় হয়ে ‘মোন্থা’ ঝাঁপাবে অন্ধ্রে! দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি

বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ রবিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর বলছে, প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে সে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। এর প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোনও জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের স্থলে আছড়ে পড়ার দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতেও রয়েছে হলুদ সতর্কতা। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবারও। ওই দিন দুই ২৪ পরগনা, দুই বর্ধমানেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। বঙ্গোপসাগরের গভীরে যে মৎস্যজীবীরা রয়েছেন, তাঁদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সাগরে যেতে বারণ করা হয়েছে।