নিশ্চিন্তপুর হাই স্কুলের ৫ কৃতী পড়ুয়ার ডাক্তারি পড়ার সুযোগ সরকারি মেডিকেল কলেজে, সংবর্ধনা
সানওয়ার হোসেন, কুলপি: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের অন্তর্গত নিশ্চিন্তপুর রাখাল দাস হাই স্কুলে পাঁচজন কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের দীর্ঘদিনের কৃতিত্বের ধারা বজায় রেখে এ বছর পাঁচজন কৃতী ও মেধাবী ছাত্রছাত্রী সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন।
উত্তীর্ণদের মধ্যে রয়েছেন অভীক দাস (ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ), পুলক মণ্ডল (তমলুক মেডিকেল কলেজ), তপন হালদার (মেদিনীপুর মেডিকেল কলেজ), তানিয়া পারভিন (জলপাইগুড়ি মেডিকেল কলেজ) ও প্রভাবতী পণ্ডিত (রামপুরহাট মেডিকেল কলেজ)। এদিন বিদ্যালয়ের তরফে পাঁচ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয়ের পরিচালন কমিটির অন্যতম সদস্য বসন্ত প্রামাণিক পাঁচ কৃতীর সাফল্যে আনন্দ প্রকাশ করেন, তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিশ্চিন্তপুর রাখাল দাস হাই স্কুলের প্রধান শিক্ষক অমিয় মণ্ডল বলেন, আমরা প্রত্যাশা করি, ওরা আরও উঁচু শিখরে পৌঁছক, উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন করুক, সমাজে প্রতিষ্ঠা পাক এবং ভবিষ্যতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াক। এদের সাফল্যে আমি গর্ব অনুভব করছি। আমি আশা করি, এদের দ্বারা বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেখ জাহাঙ্গির আলি, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি প্রসাদ গায়েন, পরিচালন কমিটির অন্যতম সদস্য বসন্ত প্রামাণিক, প্রধান শিক্ষক অমিয় মণ্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্টজনেরা।