বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক, সরব শঙ্করাচার্য
অমিত মন্ডল, গঙ্গাসাগর : মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলায় উপস্থিত হয়ে প্রতিবেশী দেশ তথা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। মঙ্গলবার সকালে সাগরতটে তাঁর অস্থায়ী শিবিরের বিশেষ ধর্মসভা থেকে ওপার বাংলার সনাতনীদের জন্য সুরক্ষার দাবি তোলেন তিনি। মহারাজ শঙ্করাচার্য স্পষ্ট জানান, ভৌগোলিক সীমানা ভারত ও বাংলাদেশের হিন্দুদের আলাদা করলেও সাংস্কৃতিক ও আধ্যাত্মিক শিকড় একই। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে যেভাবে হিন্দু মন্দির ও জানমালের ওপর আঘাত আসছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দেশে সনাতনীদের অস্তিত্ব রক্ষায় ভারতকে আরও দৃঢ় কূটনৈতিক ভূমিকা নিতে হবে। ভারতই বিশ্বের সমস্ত হিন্দুর প্রধান ভরসাস্থল, তাই ওপার বাংলার মানুষদের এই বিপদে একা ছেড়ে দেওয়া উচিত নয়। মহারাজ আরও বলেন, "শান্তি ও সদ্ভাব বজায় রাখা প্রশাসনের দায়িত্ব।" বাংলাদেশের সাধারণ হিন্দুদের আতঙ্কিত না হয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শও দেন তিনি। গঙ্গাসাগর মেলার মাহাত্ম্য প্রচারের পাশাপাশি মঙ্গলবার তাঁর বক্তব্যে প্রাধান্য পায়, আন্তর্জাতিক স্তরে হিন্দুদের মানবিক অধিকার রক্ষার বিষয়টি।