১০ ডিগ্রির নীচে নামছে তাপমাত্রা, দক্ষিণ ও উত্তরবঙ্গে শীতের দাপট বাড়লেও জাঁকিয়ে শীত এখনও দূরে

Dec 13, 2025 - 10:55
 9
১০ ডিগ্রির নীচে নামছে তাপমাত্রা, দক্ষিণ ও উত্তরবঙ্গে শীতের দাপট বাড়লেও জাঁকিয়ে শীত এখনও দূরে

ক্রমে বাড়ছে উত্তুরে হাওয়ার প্রভাব, ফলে ভোর ও রাতে শীতের শিরশিরানি আরও স্পষ্টভাবে অনুভব করছেন রাজ্যবাসী। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষের পথে হলেও জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে—উত্তুরে হাওয়ার প্রবাহ অব্যাহত থাকায় শীতের আমেজ বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা গত কয়েকদিন ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াস ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে ১০-১১ ডিগ্রির ঘরে। অন্যদিকে উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত; দার্জিলিঙের তাপমাত্রা নেমে পৌঁছেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিনে তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না, তবে উত্তুরে হাওয়া শীত অনুভব বাড়িয়ে দেবে।

তবে বাংলায় জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও পারদ বিশেষ নামবে না। আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার দাপটও কমবে বলে পূর্বাভাস।