দীপিকার পর ‘কল্কি ২’ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কাও? নির্মাতাদের চিন্তা বাড়ালেন ‘গ্লোবাল আইকন’
‘কল্কি ২’-এর নায়িকা নির্বাচন নিয়ে জট শেষ হচ্ছে না। দীপিকা পাড়ুকোন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর নির্মাতাদের নজর গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার দিকে। ঘনিষ্ঠ সূত্রের দাবি—দীপিকার ছেড়ে যাওয়া সেই ‘মেগাবাজেট চরিত্রে’ অভিনয়ের প্রস্তাব গিয়েছিল প্রিয়াঙ্কার কাছেই। তবে তাঁকে কাস্ট করাও এখন নির্মাতাদের কাছে কম মাথাব্যথা নয়।
জানা গিয়েছে, দীপিকার সঙ্গে যে সব কারণে মনোমালিন্য তৈরি হয়েছিল, প্রিয়াঙ্কার ক্ষেত্রেও নাকি উঠেছে একই ধরনের সমস্যা। মাতৃত্বের দায়িত্ব সামলাতে গিয়ে অভিনেত্রী শুটিংয়ের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। মেয়ে মালতীকে নিয়ে আউটডোর শুটিংয়ে যেতে আপত্তি না থাকলেও, সেই সময়সীমার কড়াকড়ি নির্মাতাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে বড় জট তৈরি হয়েছে পারিশ্রমিক নিয়ে। বলিউড মহলে গুঞ্জন—প্রিয়াঙ্কা নাকি দীপিকার চেয়েও বেশ কয়েক গুণ বেশি পারিশ্রমিক দাবি করেছেন। সেই দর-কষাকষি এখন কঠিন পর্যায়ে পৌঁছেছে। ফলে শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কাও নাকি ‘কল্কি ২’ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। নির্মাতারা এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন নায়িকা নির্বাচনের ব্যাপারে।