মুখ্যমন্ত্রী রেখার সভায় জোর করে ঢোকার চেষ্টা, আটক ব্যক্তি
চড় কাণ্ডের পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভায় জোর করে ঢোকার চেষ্টা ব্যক্তির। দ্রুত তাঁকে আটক করে পুলিশ। ধৃতের দাবি, সে বিজেপি কর্মী। শাসকদলের এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানানোই তাঁর উদ্দেশ্য ছিল। চড় কাণ্ডের পর এই প্রথম জনসভায় যোগ দেন রেখা। শুক্রবার দিল্লির সাহাদ্রা অঞ্চলে বস্ত্রব্যবসায়ীদের আয়োযিত সভায় বক্তব্য রাখেন রেখা। সেখানেই নিরাপত্তা বলয় ভেদ করার চেষ্টা করেন প্রবীণ শর্মা (৬০) নামের জনৈক ব্যক্তি। নিজেকে চার দশকের বিজেপি কর্মী বলেও দাবি করেন তিনি। ধৃতের কথায়, রেখা নয়, গান্ধীনগরের বিজেপি বিধায়ক অরবিন্দ সিং লাভলির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তিনি। যাতে মুখ্যমন্ত্রীর কানে তাঁর অভিযোগ পৌঁছয় তাই এই পন্থা। এদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও খামতি নেই বলেই দাবি করেছে পুলিশ। যদিও ফের এহেন ঘটনায় প্রশ্ন খাকছেই। তাৎপর্যপূর্ণ ভাবে, চড় কাণ্ডের পরই গদি খোয়াতে হয়েছে দিল্লির পুলিশ কমিশনার এস বি কে সিংকে । উল্লেখ্য, গত বুধবার রেখা গুপ্তার উপর হামলা চালায় এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীর ‘জন শুনানি’ কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাজেশ সাকারিয়া প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।