মগরাহাট-২ ব্লকে ২৬৫টি বুথে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি

হেদায়তুল্লা পুরকাইত, মগরাহাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু'নম্বর ব্লকের ডিহি কলস গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও তুহিনশুভ্র মহান্তী, মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন। মগরাহাট দু'নম্বর ব্লকের মোট ২৬৫টি বুথে এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। এই কর্মসূচিতে রাজ্য সরকারের ৯৮টি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন এলাকার মানুষজন।
এ বিষয়ে মহকুমা শাসক অঞ্জন ঘোষ বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে ডায়মন্ড হারবার মহকুমা জুড়ে। পুরসভা ও পঞ্চায়েত মিলিয়ে ১৮০০টি ক্যাম্প করা হবে। তার মধ্যে গত এক সপ্তাহে বেশ কিছু ক্যাম্প হয়ে গিয়েছে। রাস্তা থেকে পানীয় জল মূলত এই সংক্রান্ত বিষয় নিয়েই এলাকার মানুষজনেরা বেশি করে আবেদন জমা দিচ্ছেন এই ক্যাম্পে। দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করা হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি দুয়ারে সরকারও ক্যাম্প শুরু হয়েছে। এই শিবিরগুলিতে মানুষ সরকারি পরিষেবা নেওয়ার জন্য আবেদন করছেন।