প্রয়াত হলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস

Nov 14, 2025 - 12:14
 7
প্রয়াত হলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস

 বিশ্ব সমাচার, বারুইপুর : বুধবার সকালে বিজেপির যাদবপুর জেলা সংগঠনের প্রাক্তন সভাপতি ও বর্তমান রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৪)। সুনীপ বাবুর বাড়ি বারুইপুর থানার মদারহাট গ্রাম পঞ্চায়েতের মসজিদ পাড়া এলাকায়। প্রথম জীবনে তিনি কংগ্রেস করতেন। পরে বিজেপিতে যোগ দেন। প্রথমে তিনি ২০ মাসের জেলা সভাপতি ছিলেন। ২০১৯ সাল থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১১ মাসের জন্য তিনি সভাপতি হন। তারপর বিজেপির রাজ্য কমিটির সদস্য হন। বিজেপি নেতৃত্বের দাবি, তাঁর মৃত্যুতে রাজনৈতিকভাবে বড় ক্ষতি হল। বিজেপির সল্টলেক পার্টি অফিসে সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিভিন্ন নেতারা তাঁকে শ্রদ্ধা জানান। সেখান থেকে তাঁর দেহ বিজেপির যাদবপুর জেলা সংগঠনের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিন রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।