নেপালে আটকে পড়া পর্যটকদের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Sep 11, 2025 - 00:41
 4
নেপালে আটকে পড়া পর্যটকদের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্টাফ রিপোর্ট ার ঃ অশান্ত নেপালে অনেক ভারতীয় আটকে পড়েছেন। তাঁদের ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নেপালের সীমান্তের ঠিক ওপারে চিনেও আটকে আছেন অনেকে। কৈলাস-মানস সরোবর যাত্রা সেরে ফিরতে গিয়ে আটকে পড়েছেন তাঁরা। কী ভাবে দেশে ফিরবেন, এখনও অনিশ্চিত। কারণ, নেপালের সীমান্ত মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে। বিকল্প পথ জানা নেই কারও! বুধবার তাঁদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন।এ দিন উত্তরকন্যায় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তিনি বলেন, “যেই শুনেছি নেপালে প্রবলেম চলছে অমনি আমি চলে এসেছি। নজর রাখছি।” সঙ্গে আরও বলেন, “অনেক পর্যটকরা গিয়েছেন নেপালে। আপনারা অপেক্ষা করুন। আস্তে-আস্তে ফিরিয়ে আনব।” এদিন উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘সুযোগসন্ধানী’দের কড়া বার্তা দিলেন তিনি। খনও বাম আবার কখনও বিজেপিকে দোষেন মমতা। বলেন, “কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নামবে, আমি বলব সতর্ক থাকতে। কেউ কেউ নিজের স্বার্থে এই কাজগুলি করে। সঙ্গে একটা ইস্যু রাখে। নেপালে বামপন্থী সরকার। আমাদের বামেদের সঙ্গে সম্পর্ক নেই। নিজের স্বার্থে দেশভাগ, রাজ্যভাগ, জেলাভাগ করব। কিছু সুযোগসন্ধানী লোক আছে। তারা সুযোগ নেবে। কিন্তু তা যেন মানুষের জীবন না জ্বালায়। অত্যাচার না করে। অনাচার না করে। আমাদের দলের কেউ হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জানো আমি ব্যবস্থা নিই। আমি নিজেদের দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি।” প্রসঙ্গত, বিগত দু’দিন ধরে সে দেশের পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এমতাবস্থায় রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই পোস্টে দেখা যাচ্ছেন মুখ্য়মন্ত্রী উত্তরকন্যায় রয়েছেন। ব্যস্ত নিজের কাজে। সংশ্লিষ্ট ভিডিয়োটির ক্যাপশনে লেখা, ‘পড়শি দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’