ধর্ষণের দায়ে আসামিকে ১২ বছর সশ্রম কারদণ্ড

Aug 22, 2025 - 23:52
 45
ধর্ষণের দায়ে আসামিকে ১২ বছর সশ্রম কারদণ্ড

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: ধর্ষণের দায়ে আসামিকে ১২ বছরের সশ্রম কারদণ্ড দিলেন আদালতের বিচারক। বারুইপুর মহকুমা আদালতে এই মামলার সরকারি উকিল অরুণেশচন্দ্র চক্রবর্তী জানান, ২০০৯ সালের গত ১০ অক্টোবর সকালে জয়নগর থানার অন্তর্গত বকুলতলা বাজার এলাকার ১০ বছরের একটি মেয়ে বাজার করতে গিয়েছিল। সেই সময় বকুলতলা নিবাসী আক্তার হোসেন মণ্ডল ওই মেয়েটিকে ভুলিয়ে তার মুদিখানা দোকানে নিয়ে যায় এবং ওই মেয়েটির মুখে কাপড় চাপা দিয়ে দোকানের মধ্যে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির অভিভাবকরা জানতে পারলে জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার এসআই নারায়ণচন্দ্র বসাক তদন্ত করে আক্তার হোসেন মণ্ডলকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬(এফ) ধারায় মামলা শুরু হয়। ধৃত ব্যক্তি ২ মাস ২৯ দিন জেল খাটার পর অন্তর্বর্তী জামিনে ছিলেন এত দিন। এই মামলাটি বারুইপুর মহকুমা আদালতের ফাস্ট ট্রাক কোর্টে চলে। ২০১২ সালের ২২ ডিসেম্বর এই মামলার চার্জ গঠন হয়। ডাক্তার সহ প্রায় ১৬ থেকে ১৭ জন সাক্ষী প্রদান করেন এই মামলায়। বারুইপুর মহকুমা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক আসামিকে ২১ আগস্ট আত্মসমর্পণ করতে বলেন। সরকারি উকিল ও আসামি পক্ষের উকিলের সব কথা শোনার পর বৃহস্পতিবার বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে সংশোধনাগারে পাঠান। শুক্রবার সকালে আবার দুই পক্ষের উকিলের কথা শোনেন বিচারক। বিকেল সাড়ে চারটের সময় বিচারক এই মামলার সাজা ঘোষণা করেন। আসামিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এই কথা শোনার পর আসামি কান্নায় ভেঙে পড়েন।

আসামি আক্তার হোসেন মণ্ডল পরে সাংবাদিকদের বলেন, আমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে। আমি ওই কাজ করিনি। তবে তিনি বলেন, এই সাজার পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে আবেদন করবেন। এদিন মেয়েটির কোনও অভিভাবক আদালতে ছিলেন না।