একই গ্রামে দু'টি মন্দিরের তালা ভেঙে চুরি, ক্ষুব্ধ গ্রামবাসীরা

Aug 5, 2025 - 14:01
 16
একই গ্রামে দু'টি মন্দিরের  তালা ভেঙে চুরি, ক্ষুব্ধ গ্রামবাসীরা

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বারুইপুরে চুরির হার আগের থেকে অনেক বেড়ে গেছে। যদিও মাঝে মাঝে পুলিশ চোর ধরছে। কিন্তু চুরি বন্ধ হয়নি। 

এবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একই গ্রামের দু'টি মন্দিরের তালা ভেঙে সমস্ত কিছুই চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতী দলের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রপল্লিতে। সোমবার সকালে মন্দিরের পুরোহিতরা মন্দিরে গিয়ে দেখতে পান যে দু'টি মন্দিরের গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুরোহিত গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা ছুটে আসে মন্দিরগুলিতে। দেখা যায় রাধা রাধাগোবিন্দ মন্দির ও লোকনাথ মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। মন্দিরের ভিতরে পিতলের বাসন, পিতলের গোপালের মূর্তি সহ সোনার গয়না চুরি হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার মানুষ। রাধাগোবিন্দ মন্দিরের মধ্যে থাকা পিতলের গোপাল মূর্তি, পিতলের বড় বড় থালা, গামলা, ঘণ্টা, কাঁসর সহ অন্যান্য পুজোর সামগ্রী, রুপোর বাঁশি ও সোনার টিপ পর্যন্ত চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেই সঙ্গে প্রণামীর বাক্স ভেঙে টাকাপয়সা নিয়ে গিয়েছে।

পাশের লোকনাথ বাবার মন্দিরের লোহার গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পিতলের বাসন-কোসন সহ পুজোর সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই মন্দির থেকে পিতল? কাঁসার থালা, গামলা, ঘণ্টা সহ বিভিন্ন পুজোর সামগ্রী চুরি গিয়েছে। প্রণামির বাক্সের টাকাও চুরি হয়েছে। দু'টি মন্দিরে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে। সোমবার গ্রামবাসীরা বারুইপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।