'যোগী আদিত্যনাথকে খুন করব', বাড়ির ছাদে বন্দুক উঁচিয়ে হুমকি যুবকের, অবশেষে গ্রেপ্তার

Sep 21, 2025 - 01:29
 12
'যোগী আদিত্যনাথকে খুন করব', বাড়ির ছাদে বন্দুক উঁচিয়ে হুমকি যুবকের, অবশেষে গ্রেপ্তার

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি। শুধুই তিনিই টার্গেট নন, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে পুলিশকেও। পুলিশকে হুমকি দিয়ে শূন্যে একাধিকবার গুলি চালিয়েছে এক যুবক। যে কীর্তির পর কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, মথুরা জেলার নাগলা হরদয়াল গ্রামের বাসিন্দা সুনীত ওরফে গাথুয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিজের বাড়িতেই বন্দুক নিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁর। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। অবশেষে পুলিশকেই টার্গেট করেন ওই যুবক। বাড়ির সামনে যখন পুলিশ বাহিনী দাঁড়িয়ে, সেই সময় ছাদে উঠে খালি গায়ে উঠে পড়েন যুবক। হাতে ছিল বন্দুক। সেই বন্দুক উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর হুমকি দেন। বারবার পুলিশের তরফে যুবককে আত্মসমর্পণ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপরেও পুলিশকে ভয় দেখাতে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন ওই যুবক।টানা দু'-আড়াই ঘণ্টা এই কীর্তির পর যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, জমি বিবাদকে কেন্দ্র করেই যুবক উন্মত্ত হয়ে উঠেছিল। বিশেষত জমি সংক্রান্ত ঝামেলাটি হয়েছিল তাঁর কাকার সঙ্গে। সেই ঝামেলার জেরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও অভিযোগ জানাতে লখনউয়ে গিয়েছিলেন যুবক। কিন্তু সমস্যার সমাধান হয়নি। পুলিশ আধিকারিক সুরেশ চন্দ্র জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যুবক মাদকাসক্ত বলেই জানা গেছে। তিনি মথুরার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকটিও হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে জিজ্ঞাসাবাদ চলছে।'