মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ৬

Nov 5, 2025 - 09:37
 25
মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ৬

মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এখনও পর্যন্ত ছয়জনের, আহত বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের বিলাসপুরে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। যদিও কীভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও সামনে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে মালগাড়িতে ধাক্কা মেরে কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে যাত্রীবাহী ট্রেনটির একটি অংশ। একেবারে দুমড়েমুচড়ে যায় ট্রেনের প্রথম কামরাটি। শুধু তাই নয়, বেশ কয়েকটি বগিও লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। যা দেখে অনেকেই ওড়িশার বালেশ্বরে করমণ্ডলের এক্সপ্রেস দুর্ঘটনার মিল পাচ্ছেন। একের পর এক ট্রেনের সংঘর্ষের একেবারে লাইন থেকে ছিটকে যায় ট্রেনের একাধিক কোচ। বহু মানুষের মৃত্যু হয়।সেই রেশ কাটতে না ফের রেল দুর্ঘটনা। প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ”যাত্রীবাহী ট্রেনটি কোরবা থেকে বিলাসপুর যাচ্ছিল। জয়রামনগর স্টেশনের ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে।” আরও এক প্রত্যক্ষদর্শীর কথায়, দুর্ঘটনার মুহূর্তে ব্যাপক শব্দ এবং প্রবল ঝাঁকুনি হয়। অনেকেই ছিটকে পড়েন।