ভুলতে পারছে না এশিয়া কাপে ‘প্রহারের’ দাহ! পাকিস্তানে বছরের সার্চ তালিকার শীর্ষে অভিষেক শর্মা
এশিয়া কাপে তিন ম্যাচে ভারতের কাছে হেভিওয়েট হার—এই হতাশা যেন এখনও কাটাতে পারছেন না পাকিস্তানিরা। মাঠে যাঁর ব্যাটে সবচেয়ে বেশি ‘প্রহার’ সহ্য করতে হয়েছিল, সেই অভিষেক শর্মাকেই এবার বছরের গুগল সার্চে অ্যাথলিটদের মধ্যে সবার ওপরে রেখেছেন neighbouring দেশের মানুষজন। ২০২৫ সালের পাকিস্তানের গুগল ট্রেন্ডে ভারতীয় তরুণ তারকার নামই শীর্ষে।
এশিয়া কাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন অভিষেক। ৭ ম্যাচে ৩১৪ রান, পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে বিধ্বংসী ৭৪—৬ চার ও ৫ ছক্কার ঝড়। সুপার ফোরের সেই ম্যাচ ভারত জেতে ৬ উইকেটে। তার আগের ম্যাচেও মাত্র ১৩ বলে ৩১ করেছিলেন তিনি। ফলে পাকিস্তানে তাঁর ‘প্রভাব’ এতটাই তীব্র যে নিজের দেশের কোনও তারকা নয়—সর্বাধিক খোঁজ চলেছে ভারতের এই ওপেনারকে। এরপর তালিকায় আছেন হাসান নওয়াজ, ইরফান খান নিয়াজি ও শাহিবজাদা ফারহানরা।
তবে এশিয়া কাপের আগেই অভিষেকের উত্থান শুরু। আইপিএলে তিনি অন্যতম জনপ্রিয় মুখ। যুবরাজ সিংয়ের তত্ত্বাবধানে প্রশিক্ষিত এই বাঁহাতি ওপেনার বলের হিসেবে সবচেয়ে দ্রুত টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করেছেন—মাত্র ৫২৮ বলেই ছুঁয়েছেন মাইলফলক।
যদিও পাকিস্তান তাঁকে সবচেয়ে বেশি সার্চ করেছে, ভারতে অভিষেক আছেন তিন নম্বরে। ভারতীয়দের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বৈভব সূর্যবংশীকে, এরপর প্রিয়াংশ আর্য। পাঞ্জাব কিংসের এই দুই তরুণ প্রতিভার পরেই জায়গা পেয়েছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা। তালিকার প্রথম দশে রয়েছেন মহিলা বিশ্বকাপজয়ী জেমাইমা রডরিগেজ ও স্মৃতি মন্ধানাও।