বৃদ্ধা মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে

Aug 19, 2025 - 22:37
 31
বৃদ্ধা মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বহুদিন ধরে বৃদ্ধা মায়ের ওপর ছেলে এবং ছেলের বউ অত্যাচার করত বলে আগে থেকেই ছিল অভিযোগ। সোমবার তারা মিলে মেরে মায়ের মুখ ফাটিয়ে দেয়। তিনটি সেলাই পড়ে মায়ের মুখে। মা থানায় লিখিত অভিযোগ করেন ছেলে ও বৌমার নামে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত দুর্গাপুর ইন্দ্রপালা এলাকায়।

ওই বৃদ্ধার অভিযোগ, দীর্ঘদিন ধরে বড় ছেলে ও বৌমা তাঁর উপর অত্যাচার চালিয়ে আসছে। ছেলে তাঁকে খাওয়া পড়া দেন না। উল্টে নানাভাবে হেনস্থা করেন বলে জানান বৃদ্ধা। এর আগে বিমলা দেবীকে বড় ছেলে ও বউমা মাথা ফাটিয়ে দিয়েছিল। হাতে কামড়ে ঘর থেকে বার করে দিয়েছিল। দিনের পর দিন অত্যাচার করছিল। বিষয়টি নিয়ে পাড়ায় অনেক বার সালিশি সভা বসেছিল। কিন্তু ছেলের অত্যাচার থেকে মুক্তি মেলেনি। বৃদ্ধার অভিযোগ, সোমবার বিষয়টি চরমে পৌঁছয়। সামান্য বিষয়কে কেন্দ্র করে বড় ছেলে ও বৌমা মিলে তাঁকে বেধড়ক মারধর করে। ছেলে ঘুসি মেরে মায়ের মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ। বৃদ্ধার ছোট ছেলে বৃদ্ধাকে বাঁচাতে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ তদন্ত শুরু করেছে। বৃদ্ধা বিমল দে সাংবাদিকদের বলেন, বড় ছেলে ও বৌমার শাস্তি চাই।