পুজোয় সরকারি অনুদানের চেক প্রদান গঙ্গাসাগরে
বিশ্ব সমাচার, সাগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান স্বরূপ ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বিডিও অফিসে সাগর ব্লকের সুন্দরবন পুলিশ জেলার সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার ব্যবস্থাপনায় গঙ্গাসাগরের ২৮টি দুর্গাপুজো কমিটির হাতে অনুদান বাবদ চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তভদীপ্ত আচার্য, সাগরের এসডিপিও সুমনকান্তি ঘোষ, সাগর থানার ওসি অর্পণ নায়েক, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপনকুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত বছর পুজো কমিটিগুলিকে ৮০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এ বছর তা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। পুজো উদ্যোক্তাদের হাতে চেক প্রদান অনুষ্ঠানে এদিন প্রশাসনিক আধিকারিকরা একাধিক বিষয়ে গাইডলাইন মেনে চলার কথা বলেন। গত বছরের তুলনায় এবছর অনুদান বাড়ানোয় খুশি পুজো উদ্যোক্তারা।