ডিসেম্বরে বাংলায় জাঁকিয়ে শীত, কোন জেলায় কত নামবে তাপমাত্রা?

Dec 8, 2025 - 09:34
 9
ডিসেম্বরে বাংলায় জাঁকিয়ে শীত, কোন জেলায় কত নামবে তাপমাত্রা?

ডিসেম্বরে ঢুকে পড়তেই রাজ্যজুড়ে দাপট বাড়িয়েছে শীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রির নিচে, যা স্বাভাবিকের তুলনায় কম। হাওয়া অফিসের পূর্বাভাস, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে পারদ কমতে পারে আরও ৩ ডিগ্রি পর্যন্ত। শুষ্ক আবহাওয়া ও পশ্চিমি হাওয়া অবাধে ঢোকার ফলে শীতের অনুভূতি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের প্রকোপ স্পষ্ট। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে পারদ নেমে এসেছে ১০–১২ ডিগ্রিতে। ভোরবেলায় কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশা দেখা দিতে পারে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও শীতের তীব্রতা বাড়ছে। দার্জিলিঙে সকালে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। পাহাড়ে কুয়াশার পরিমাণ বাড়বে, তবে দুপুরের দিকে রোদ উঠবে। নতুন সপ্তাহে গোটা রাজ্যেই শীতের আমেজ আরও জোরালো হবে বলে আশা। কলকাতায় পরপর কয়েক দিন ১৫ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা, দিনেও সামান্য পতন হতে পারে বলে পূর্বাভাস।