খান–বচ্চনকে ছাপিয়ে ২৫০ কোটির বাংলোয় গৃহপ্রবেশ, পরিবারের সুখের ঝলক শেয়ার করলেন রণবীর–আলিয়া
মুম্বইয়ের সেলেবপাড়া বান্দ্রায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো তৈরি হয়েছে গত অক্টোবরে। কাপুর পরিবারের পৈতৃক জমিতেই দেড় বছরের বেশি সময় ধরে গড়ে উঠেছে এই অতি বিলাসবহুল ম্যানশন, যার আনুমানিক মূল্য ২৫০ কোটিরও বেশি। দাম ও গৌরবে যা শাহরুখ খানের ‘মন্নত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’-—সবকিছুকেই ছাপিয়ে যায়। দীপাবলির দিন হোমযজ্ঞ, পুজোপাঠের মাধ্যমে গৃহপ্রবেশ সারেন রণবীর–আলিয়া।
এতদিন সেই বিশেষ মুহূর্ত প্রকাশ্যে না আনলেও শুক্রবার সকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন আলিয়া ভাট। দেখা যায়, ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে প্রণাম করছেন রণবীর, চলছে হোমযজ্ঞের অনুষ্ঠান, মা–বাবার সঙ্গে পুজোয় বসেছে ছোট্ট রাহা। আলিয়ার আয়োজনে আপ্লুত নীতু কাপুরও ধরা পড়েছেন ক্যামেরায়—এক ফ্রেমে বউমাকে জড়িয়ে ধরেছেন তিনি।
গৃহপ্রবেশের পর নতুন বাংলোতেই রাহার তিন বছরের জন্মদিনও পালিত হয়েছে। গোলাপি বেলুনে সাজানো ঘর, ফুলেল কেকের ছবি তুলে ধরে আলিয়া জানান, ব্যস্ততার মাঝেও সংসার নিখুঁতভাবে গুছিয়ে তুলছেন তিনি। জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেক রাহার নামে এবং বাকি অংশটি ঋষি কাপুরের ইচ্ছানুযায়ী নীতু কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন রণবীর–আলিয়া।