আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্বদেশে ফিরছেন ভারত ও বাংলাদেশের মৎস্যজীবীরা
বিশ্ব সমাচার, নামখানা : বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশে আটক থাকা ভারতীয় ৪৭ জন মৎস্যজীবীও স্বদেশে ফিরছেন। মঙ্গলবার সকালে তাঁরা বাড়িতে ফিরবেন। জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার জন্য বাংলাদেশি দুটি ট্রলার সহ এই ৩২ জন মৎস্যজীবীকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল। এরপর থেকেই তাঁরা ভারতে আটক ছিলেন। শেষ পর্যন্ত তাঁদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে ভারতীয় তিনটি ট্রলার সহ ৪৮ জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল। তাঁরাও দীর্ঘদিন বাংলাদেশে আটক রয়েছেন। সেখানে জেলে থাকাকালীন একজন মৎস্যজীবীর মৃত্যু হয়েছিল। সম্প্রতি মৃত মৎস্যজীবীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু বাকি ৪৭ জন মৎস্যজীবী বাংলাদেশেই আটক ছিলেন। এবার সেই মৎস্যজীবীরাও বাড়িতে ফিরবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর, আটক মৎস্যজীবীদের উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করা হবে।
ভারতে আটক থাকা বাংলাদেশের এক মৎস্যজীবী মিরাজ শেখ বলেন, "প্রায় তিন মাস এই দেশে আটক রয়েছি। তবে কোনও সমস্যা হয়নি। কেউ কোনোরূপ খারাপ ব্যবহারও করেননি।"
সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে নিয়ে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আন্তর্জাতিক জল সীমানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। অন্যদিকে ভারতীয় মৎস্যজীবীদেরও ওখানে নিয়ে আসা হচ্ছে। রাতে হস্তান্তর করা হবে। মঙ্গলবার সকালে তাঁরা বাড়িতে ফিরবেন। ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের (খুলনা) তৎপরতায় সব জটিলতা কাটিয়ে আইনি প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করা সম্ভব হয়েছে।"