২ দিনের জন্য উত্তর বঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা : ২ দিনের জন্য উত্তর বঙ্গ যাচ্ছি, DM দের সাথে মিটিং আছে উন্নয়ন নিয়ে,,পাটটা বিলি করব,আগামীকাল জলপাইগুড়ি যাব,
নেপাল আমার দেশ নয়, এটা বিদেশী রাষ্ট্র,এই ব্যাপারে কথা বলতে পারি না,নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ কে ভালো বাসি,কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি,কেন্দ্রীয় সরকার দেখছে, আমার অনুরোধ থাকছে বর্ডার এলাকা নজর রাখুন, কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না, শান্তি ফিরে আসুক, আমারা মনে করি পাড়া প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকবো,
আমার SIR এর বিরুদ্ধে, এটা এত করতে সময় লাগে ২/৩ বছর,ভোটার কার্ড এলাও করা উচিত, আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে , যাদের আধার কার্ড নেই তারা বানিয়ে নেবেন