স্বাধীনতার বিজয় যাত্রা মন্দিরবাজারে

সানওয়ার হোসেন, মন্দিরবাজার: বিজয় যাত্রার মাধ্যমে শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করে মন্দিরবাজার নব মুকুলএঅ্যাাডেমি। এদিন মন্দিরবাজার এলাকায় স্বাধীনতার বিজয় যাত্রায় অংশ নেয় নব মুকুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও।
শুক্রবার সকালে নব মুকুল অ্যাকাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তারপর শুরু হয় স্বাধীনতার বিজয় যাত্রা। সেখানে পা মেলান বিধায়ক, মন্দিরবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম সাহা, নবমুকুল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা রইচ মোল্লা সহ বিশিষ্টজনেরা। এই বিজয় যাত্রায় বীর বিপ্লবীদের রূপ নেয় খুদে পড়ুয়ারা।
শেষে মন্দিরবাজার থানা প্রাঙ্গণে নব মুকুলের খুদে পড়ুয়ারা দেশাত্মবোধক উপস্থাপনা করে। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আনসার আল্ মোল্লা বলেন, দেশের স্বাধীন নাগরিক হয়ে যাতে উঠতে পারে নব মুকুলের ছাত্রছাত্রীরা, সেটাই আমাদের মূল লক্ষ্য।