স্বাধীনতা দিবসে রোগীদের হাতে ফল তুলে দিলেন সমাজসেবী

শুভজিৎ শাসমল, নামখানা: ৭৯ তম স্বাধীনতা দিবসে নামখানা ব্লকের দ্বারিকনগরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎকুমার দিন্দা প্রতি বছরের মতো দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ রোগীদের হাতে ফল ও বিস্কুট তুলে দেন। মোট ৫০ জন রোগীর হাতে এসব তুলে দেওয়া হয়। রোগীদের আত্মীয়রা বলেন, আমরা খুব অসহায় মানুষ। রোগীকে ফল কিনে দেওয়ার মতো সামর্থ্যটুকু আমাদের নেই। তাই ফল পেয়ে আমরা খুশি। সমাজসেবী বিদ্যুৎকুমার দিন্দা বলেন, আমি কয়েক বছর ধরে ১৫ আগস্ট হাসপাতালে দুঃস্থ, অসহায় মানুষদের হাতে আমার সামর্থ্য অনুযায়ী কিছু ফল তুলে দেই। এ বছরও তাই করলাম। যত বছর আমি বেঁচে থাকব, এভাবে রোগীদের হাতে ফল তুলে দিয়ে যাব।