সারাটা বছর অপেক্ষা করে থাকেন ঢাকীরা,জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না
কলকাতা : সারাটা বছর অপেক্ষা করে থাকেন ঢাকীরা। জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না। তাই তারা চলে যান ভিন রাজ্যে। কিন্তু এবারে বাইরে যাওয়া হবে কিনা, চিন্তিত পুরাতন মালদার কোট স্টেশনের শতাধিক ঢাকি। কারণ অন্য রাজ্যে বাংলা কথা বললেই বাংলাদেশী সন্দেহে আটক করা হচ্ছে অনেক কে। চলছে প্রশাসনিক ও পুলিশি হেনস্তা। এমন পরিস্থিতিতে তারা বাইরে যেতে সাহস পাচ্ছেন না। এক ঢাকীর কথাই, জেলাতে কোন পূজা মন্ডপে ঢাক বাজিয়ে বড়জোর সাত থেকে আট হাজার টাকা মেলে। কিন্তু অন্য রাজ্যে সেই টাকার পরিমাণ কয়েক গুণ বেশি। তাই জেলায় না থেকে আমরা পুজোর সময় বাইরে চলে যাই। তবে এবারে যেতে পারবো কিনা জানিনা। তাই নয়, থাকিরা তুলে ধরলেন নিজেদের বঞ্চনার কথা। তাদের দাবি, আজ পর্যন্ত মেলেনি কোন শিল্পীর শংসাপত্র। ফলে শিল্পী ভাতা থেকে বঞ্চিত হতে হচ্ছে। সরকারি অনেক পরিষেবা থাকলেও ঢাকিরা আজও ব্রাত্য। এমন পরিস্থিতিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারের কাছে তাদের দাবি, অন্য স্মৃতিদের মতো শিল্পীদের মত ঢাকীদেরও শিল্পীর মর্যাদা দিয়ে মাসিক একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার।