শুভেন্দুর গাড়িতে হামলা, বিজেপির বিক্ষোভ বারুইপুরে

Aug 5, 2025 - 21:37
 19
শুভেন্দুর গাড়িতে হামলা, বিজেপির বিক্ষোভ বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার প্রতিবাদে বারইপুরের পুরাতন বাজার মোড়ের কাছে বিক্ষোভ দেখান বিজেপির যাদবপুর সংগঠনিক কার্যালয়ের এক নম্বর মণ্ডলের কর্মীরা। এদিন কোচবিহার জেলার এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন। এই আবহে এদিন হামলার ঘটনা ঘটে। 

হামলার প্রতিবাদে এদিন বারুইপুরে বিজেপি কর্মীরা স্লোগান তোলেন, তৃণমূল কংগ্রেস নিপাত যাক। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে এই বিক্ষোভ চলে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিজেপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই বিক্ষোভ তুলে দেয়। এতে বারুইপুরের ব্যস্ততম রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল