রামগঙ্গায় সিপিএমের প্রকাশ্য সমাবেশে ভিড়

Sep 9, 2025 - 22:11
 18
রামগঙ্গায় সিপিএমের প্রকাশ্য সমাবেশে ভিড়

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: মঙ্গলবার সারা ভারত কৃষক সভার সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় পাথরপ্রতিমার রামগঙ্গায়। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ, বন্যা টুডু, অমল হালদার, দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক অলক ভট্টাচার্য, পাথরপ্রতিমার সিপিএম নেতা সত্যরঞ্জন দাস সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। পাথর প্রতিমার ১৫টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে বহু কর্মী সমর্থক এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, যা চোখে পড়ার মতো। প্রান্তিক এলাকাগুলিতে সংগঠনকে মজবুত করতে এই প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে বলে সিপিএমের ব্লক নেতৃত্ব জানান।