ভারী বর্ষণে পাথরপ্রতিমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, নদীবাঁধে ফাটল
রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: টানা দু'-তিন দিনের ভারী বর্ষণে জলমগ্ন পাথরপ্রতিমা ব্লকের বিস্তীর্ণ এলাকা। আমন ধানের রোয়া, পুকুর, রাস্তাঘাট জলে থৈ থৈ করছে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি কাঁচা মাটির দেওয়াল। বিপর্যস্ত হয়ে পড়েছে পাথরপ্রতিমা ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের জীবনযাত্রা। বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মণ্ডল জানান, ভারী বর্ষণের জেরে এলাকা যেমন জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই তেঁতুলতলা ঘাটের উত্তরে ৭০ ফুটের মতো মৃদঙ্গ ভাঙা নদীবাঁধে ফাটল ধরে বসে গেছে। চলছে অমাবস্যার ভরা কোটাল। জলস্ফীতি হলে যে কোন মুহূর্তে নোনা জল এলাকায় ঢুকে প্লাবিত হতে পারে। বিষয়টি উচ্চ প্রশাসনকে জানানো হয়েছে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য।
অন্যদিকে, পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা দুলাল মণ্ডল জানান, ভারী বর্ষণে ১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। ঘরবাড়ি, আমন ধানের রোয়া, পুকুরের মাছ, সবজি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লিখিতভাবে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, এসডিও-কে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে বলে দুলালবাবু জানান। এ বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেখানে নদীবাঁধ বসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব স্থানে যুদ্ধকালীন মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তর ও প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে।