বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার আল কায়দার মহিলা জঙ্গি

বুধবার গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের অভিযানে কর্নাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হল আল কায়েদার সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক মহিলা জঙ্গিকে। বছর ৩০-এর ওই মহিলার নাম সামা পারভিন।এই গ্রেপ্তারির তথ্য প্রকাশ্যে এনেছে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশভাই সাংভি। এটিএসের তরফে জানানো হয়েছে, সামার গ্রেপ্তারির পর তাঁর মোবাইল থেকে একাধিক পাক আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে। পাকিস্তানিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অভিযুক্ত মহিলা। এই নিয়ে গত কয়েকদিনে পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করল এটিএস। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত সামা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। গত ৩ বছর ধরে বেঙ্গালুরুতে ভাইয়ের সঙ্গে বাড়িভাড়া নিয়ে থাকতেন তিনি। ওই মহিলা মৌলবাদী ও অনলাইনে একাধিক সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। উল্লেখ্য, সন্ত্রাসযোগে এর আগে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। তাদের বিরুদ্ধেও রয়েছে আল কায়দা যোগের অভিযোগ। অভিযুক্তরা দিল্লির মহম্মদ ফইক, আহমেদাবাদের মহম্মদ ফরদিন, মোসাদার সইফুল্লা কুরেশি ও নয়ডার জেশান আলি। এটিএসের দাবি, এই জঙ্গিরা ভারতের মাটিতে আল কায়েদার নেটওয়ার্ক বাড়ানোর কাজ করছিল। ইনস্টাগ্রাম, ফেসবুক-সহ একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার ও নেটিজেনদের প্রভাবিত করার কাজ করত। নিরাপত্তাবাহিনীর নজর এড়াতে ব্যবহার করা হত ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু মৌলবাদী ও নিষিদ্ধ সংগঠনের বইপত্র।ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১৩, ১৫২, ১৯৬ এবং ৬১ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবারই সামাকে হাজির করানো হচ্ছে আদালতে।