ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির ইঙ্গিত ট্রাম্পের, শুল্ক কমানোরও বার্তা
শুল্ক-যুদ্ধের আবহেও বাণিজ্য নিয়ে আলোচনা জারি রেখেছে ভারত-আমেরিকা। এবার ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে দিলেন শুল্ক কমানোর বার্তাও। সোমবার হোয়াইট হাউসে ওভাল অফিসে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের শপথগ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্প জানান, শীঘ্রই একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে চলেছে ওয়াশিংটন ও নয়াদিল্লি। সঙ্গে এও জানান, অচিরেই ভারতের উপর শুল্ক কমাতে চলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করছি। এই চুক্তি আগের থেকে অনেক আলাদা হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাকে ভালোবাসে না। কিন্তু, তারা আবার আমাদের ভালোবাসবে! আমরা একটি ন্যায্য চুক্তি করতে চলেছি। সের্জিও, তোমাকে এটা একবার দেখে নিতে হবে। স্কট (মার্কিন রাজস্বসচিব স্কট বেসেন্টের দিকে তাকিয়ে), আমার মনে হয়, আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি যা সবার জন্য ভাল, তাই না?’’ ভারতের উপর শুল্ক কমানোর কথা বিবেচনা করবেন কি না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প পরে সাংবাদিকদের ইঙ্গিত দিয়ে রেখেছেন, অদূর ভবিষ্যতে ভারতীয় পণ্যের উপর থেকে শুল্কও কমাতে পারে আমেরিকা। ট্রাম্প বলেন, ‘‘এই মুহূর্তে রাশিয়ান তেলের কারণে ভারতের উপর শুল্ক অনেক বেশি। তবে ওরা রাশিয়ান তেল ব্যবহার একপ্রকার বন্ধই করে দিয়েছে। হ্যাঁ, আমরা শুল্ক কমাব বলে ঠিক করেছি। এক পর্যায়ে আমরা এই শুল্ক কমিয়ে আনব।’’ এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্কের কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প।