বিধ্বংসী আগুনে ভষ্মীভূত ৩টি দোকান

Nov 12, 2025 - 11:28
 13
বিধ্বংসী আগুনে ভষ্মীভূত ৩টি দোকান

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : বিধ্বংসী আগুনে ভষ্মীভূত হয়ে হল ৩টি দোকান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে বারুইপুর থানার অন্তর্গত বংশী বটতলা এলাকায় বাইপাস লাগোয়া ৩টি কাঠের দোকানে। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। ভোরবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পায় কাঠের দোকান থেকে আগুন বেড়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর দমকলে বিভাগে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কাঠের দোকানে একটি গ্যাস সিলিন্ডার ছিল, তা ফেটে যায়। এলাকায় জোরালো আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এলাকার মানুষজন এসে ভিড় করেন। ছুটে আসেন শিখরবালি এক পঞ্চায়েতের প্রধান সুজয় সাফুই। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে। ৩টি দোকান একেবারে আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, "কীভাবে এই আগুন লাগলো তা পরিষ্কার নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।"