বারুইপুরে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ আধিকারিককে সংবর্ধনা

Aug 16, 2025 - 21:22
 11
বারুইপুরে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ আধিকারিককে সংবর্ধনা

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বারুইপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের অমৃতলাল কলেজ মাঠে শনিবার খেলা দিবস পালিত হয়। রাজ্যের যুব ও কল্যাণ দপ্তরের পরিচালনায় বারইপুর পুরসভার উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা চলাকালীন বারুইপুর থানার আধিকারিক আইসি ও ডিএসপি সৌম্যজিৎ রায় রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য তাঁকে বারুইপুর পুরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম দাস সহ একাধিক পৌরপিতা, পৌরমাতা। পুরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক, মিষ্টি, নামী কোম্পানির ঘড়ি সহ ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে সুন্দর একটি টেবিল ল্যাম্প উপর দেওয়া হয়।

সৌম্যজিৎ রায় বলেন, বারুইপুর থানায় তিন বছর দায়িত্বে আছেন। এই সম্মান পাওয়ায় তিনি অভিভূত। দায়িত্ব আরও বেড়ে গেল। আগামী দিনে দায়িত্ব ভালো করে যাতে পালন করা যায়, সেই চেষ্টাই করবেন। 

বারইপুর পুরসভার উদ্যোগে খেলা দিবস উপলক্ষে চার দলীয় নক আউট অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ও রানার্সের সুদৃশ্য ট্রফি এবং কিছু নগদ টাকা পুরস্কার দেওয়া হয় এই প্রতিযোগিটায়। ফাইনালে মুখোমুখি হয় নিউ ইন্ডিয়ান ক্লাব ও নজরুল স্মৃতি সংঘ। 

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তগত ১৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় খেলা দিবস উপলক্ষে নক আউট ফুটবল প্রতিযোগিতা হয়। এই খেলাগুলিতে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রামনগর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ চক্রবর্তীর উদ্যোগে রামনগর স্কুল মাঠে ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী বলেন, গ্রাম পঞ্চায়েতের ১৬টি বুথ। দু'টি করে বুথ নিয়ে একটি দল গঠিত হয়েছে। প্রত্যেক দলের সাতজন করে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতার পুরস্কার ছিল দু'টি সদৃশ্য চ্যাম্পিয়ন ও রানারস ট্রফি। ফাইনালে দুটি দলের প্রত্যেককে জার্সি এবং কিছু টাকা উপহার দেওয়া হয়।