বারুইপুরে ব্যাংকের মধ্যে টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ১
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: এক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমা দিতে গিয়েছিলেন বারুইপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। কাউন্টারের সামনে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ব্যাংকের মধ্যেই তাঁর হাত থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইবাজ। যদিও সফল হয়নি ওই ছিনতাবাজ। সঙ্গে সঙ্গে কাউন্টারের লাইনে থাকা অন্য গ্রাহকরা ছিনতাইবাজকে ধরে ফেলেন। সে অবশ্য ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায়, সে মিথ্যা কথা বলেছে। সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে ওই ছিনতাইবাজকে থানায় নিয়ে যায়। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে।
এঅ ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলেন সাউথ গড়িয়ার বাসিন্দা মধুছন্দা দাস নামে ওই মহিলা। তিনি ১২ হাজার টাকা নিয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বাইরে থেকে ওই ছিনতাইবাজ টাকা ছিনিয়ে পালাতে যায়। ব্যাংকে থাকা অন্যান্য গ্রাহকরা তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে। ধৃত মহম্মদ রাজু সুভাষগ্রাম ক্ষিরীশ তলার বাসিন্দা। ধৃতকে পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ব্যাংকের ভিতরে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় গ্রাহকের আতঙ্কিত। তাঁরা নিরাপত্তার দাবি জানিয়েছেন।