পৃথক দুটি ঘটনায় জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর

Aug 16, 2025 - 21:32
 92
পৃথক দুটি ঘটনায় জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর

বিশ্ব সমাচার, নামখানা ও ঢোলাহাট : পৃথক দুটি ঘটনায় জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। একটি ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা এলাকায়। অন্যটি ঘটেছে ঢোলাহাট থানার দক্ষিণ কাশিয়াবাদ এলাকায়। মৃত দুই শিশুর নাম সৌরভ মন্ডল (৩) ও অভিজিৎ পাল (৪)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সৌরভের মা জমিতে ধান রোয়ার কাজ করছিলেন। সেই সময় সে বাড়িতে দিদি, দাদু ও দিদার সঙ্গে ছিল। হঠাৎই সবার অলক্ষ্যে সৌরভ একটি বালতি নিয়ে পুকুরে চলে যায়। বিষয়টি বাড়ির কেউ জানতেন না। কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করে দেন। পরে বাড়ির লোকজন পুকুরে একটি বালতি ভাসতে দেখেন। তখনই সবাই পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘন্টা পর সৌরভকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা দ্বারিকনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

                 অন্যদিকে অভিজিৎ বাড়ির বারান্দায় বসে খেলা করছিল। সেই সময় সবার অলক্ষ্যে সে পুকুরের কাছে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এরপরই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।