নুরপুর জেটিঘাট এলাকায় নদীবাঁধে ফাটল

Sep 9, 2025 - 22:06
 42
নুরপুর জেটিঘাট এলাকায় নদীবাঁধে ফাটল

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের নুরপুর জেটিঘাটের কাছে নদীবাঁধে ফাটল ধরে। তৎপর হয় প্রশাসন।

ডায়মন্ড হারবার ২ নং ব্লকের নুরপুরে হুগলি নদী তিনটি জেলাকে ভাগ করছে--- মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই তিন জেলার মানুষ হুগলি নদী ফেরি পারাপারের মাধ্যমে যাতায়াত করেন। মেদিনীপুর, গেঁওখালি, হাওড়ার গাদিয়াড়া ও দক্ষিণ ২৪ পরগনার নুরপুর জেটিঘাটের মাধ্যমে ফেরি চলাচলের মধ্য দিয়ে তিন জেলার সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত। নিত্যদিন বহু মানুষ যাতায়াত করেন এই ফেরি সার্ভিসের মাধ্যমে। মঙ্গলবার সকালে নুরপুর জেটিঘাট সংলগ্ন নদীবাঁধে ফাটল ধরে। ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুময় গায়েন জানান, বেশকিছু দিন আগে একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নুরপুর নদীবাঁধে ধাক্কা লাগে। সেদিন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীতে জোয়ার আসার পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে চলে যায়। সেদিন জোর ধাক্কা লাগার পর আস্তে আস্তে এই নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে।