দিল্লির হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ১, আহত অন্তত ১০

Aug 10, 2025 - 07:13
 5
দিল্লির হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ১, আহত অন্তত ১০

দিল্লির আনন্দ বিহারের একটি হাসপাতালে বিধ্বংসী আগুনে মৃত্যু হল এক হাসপাতাল কর্মীর, আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রথমে দুপুর ১২টা নাগাদ হাসপাতালে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে এবং ভয়াল রূপ ধারণ করে। তখনই দমকলে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে হাসপাতাল কর্মী এবং স্থানীয়রা রোগীদের অন্যত্র সরান। জানলার কাচ ভেঙে রোগীদের উদ্ধার করা হয়। শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে সাত জনকে আনন্দ বিহারের ওই হাসপাতালেই ভর্তি করাতে হয়েছে। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দমকলের আটটি ইঞ্জিন এক সময় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল এবং পুলিশকর্মীরা হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছেন। জানা গিয়েছে, মৃত হাসপাতাল কর্মীর নাম অমিত। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ মৃত্যু হয়েছে তাঁর।