দিল্লির লোকালয় থেকে সব পথকুকুরদের সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

Aug 11, 2025 - 21:48
 6
দিল্লির লোকালয় থেকে সব পথকুকুরদের সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

পথকুকুরদের সরানো নিয়ে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকার সমস্ত পথকুকুরকে অবিলম্বে ধরতে হবে। তাদের নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যেসমস্ত এলাকাগুলি অত্যন্ত স্পর্শকাতর সেখান থেকে পথকুকুরদের সরাতে হবে। পথকুকুরদের কামড়ে জলাতঙ্ক এবং তার জেরে আমজনতার মৃত্যু- দুটোই উদ্বেগজনকভাবে বাড়ছে, এই সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতেই শুনানি শুরু করে আদালত। এই মর্মে কেবলমাত্র কেন্দ্রের বক্তব্য শোনা হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। পশুপ্রেমী বা অন্য কোনও পক্ষের আবেদন গ্রাহ্য হবে না।শীর্ষ আদালতের মতে, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপ্রেমীদের কাছে আদালতের প্রশ্ন, পথকুকুরের কামড়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের কি ফিরিয়ে আনা যায়? তাই রাস্তা থেকে পথকুকুরদের একেবারে দূর করতে হবে। পথকুকুরদেরকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পোষাও যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। দক্ষ ব্যক্তিদের দিয়ে পথকুকুরদের আটক করতে হবে এবং তারপর তাদের পাঠাতে হবে নির্দিষ্ট আশ্রয়ে। তার জন্য যত দ্রুত সম্ভব কুকুরদের শেল্টার তৈরি করতে হবে।পথকুকুরদের ধরতে গেলে পশুপ্রেমীদের তরফে আপত্তি আসতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কুকুর ধরার ক্ষেত্রে কেউ যদি বাধা দেন তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে কাজ করবে তারা।