কিনে ঠকলে অভিযোগ জানানো যাবে ডায়মন্ড হারবারে, উপভোক্তা বিষয়ক কার্যালয় চালু

Sep 15, 2025 - 23:55
 19
কিনে ঠকলে অভিযোগ জানানো যাবে ডায়মন্ড হারবারে, উপভোক্তা বিষয়ক কার্যালয় চালু

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: বিক্রেতার কাছ থেকে কিছু কিনে ঠকলে ক্রেতা যাতে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানাতে পারেন, সেজন্য পুজোর আগে উদ্বোধন হল উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, ডায়মন্ড হারবার আঞ্চলিক কার্যালয়। সোমবার দুপুরে ডায়মন্ড হারবার পুরসভার অ্যানেক্স বিল্ডিংয়ে এর উদ্বোধন করেন উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও উপভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত। 

বর্তমানে তথ্যপ্রযুক্তি প্রতি মুহূর্তে উন্নততর হয়ে উঠেছে ডিজিটাল মাধ্যমে কেনাকাটার প্রবণতা। বিশেষ করে করোনা অতিমারী পরবর্তী সময়ে ডিজিটাল কেনাকাটা সহজতর হয়ে উঠেছে। সেই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকাচ্ছে। এবিষয়ে ক্রেতাদের সচেতন করতে রাজ্য সরকারের উদ্যোগে জেলা থেকে প্রতিটি মহকুমা এলাকায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো ডায়মন্ড হারবার মহকুমা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য অনুশীলন বিষয়ক আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন হলো। 

উদ্বোধনের পর মন্ত্রী বিপ্লব মিত্র জানান, এই মহকুমা এলাকার মানুষ কিছু কেনার ঠকলে ক্রেতাদের যেতে হত বারুইপুরে। এতদিন এই জেলার ডায়মন্ড হারবার মহাকুমা এলাকার বিভাগীয় কার্যালয় বারুইপুরের আঞ্চলিক অফিস থেকে পরিচালিত হত। আজ থেকে ডায়মন্ড হারবার মহকুমা উপভোক্তা বিষয়ক দপ্তরের অন্তর্গত উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, ডায়মন্ড হারবার আঞ্চলিক কার্যালয় চালু হল। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ, ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ এই দপ্তরের আধিকারিকরা।