কাকদ্বীপে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা, হাঁটলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : কাকদ্বীপে কালী প্রতিমা ক্ষতিগ্রস্তের ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়েছিল। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার তাঁর মিছিল ও সভাকে ঘিরে উন্মাদনা ছিল কাকদ্বীপ শহর জুড়ে। এদিন সকাল থেকে বিজেপির কর্মী ও সমর্থকরা বাজারের বিভিন্ন জায়গায় পতাকা ও নেতৃত্বদের ফ্লেক্স লাগান। সভার জন্য কাকদ্বীপ বাসস্ট্যান্ডে মঞ্চ বাঁধা হয়েছিল। বিকাল ৪টে নাগাদ কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মূল মঞ্চে এসে পৌঁছয় প্রায় ৫টা নাগাদ। এদিন বিজেপির মিছিলে কর্মী ও সমর্থকদের দীর্ঘ লাইন ছিল। প্রচুর কর্মী ও সমর্থক এদিন জমায়েত হয়েছিলেন। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন কাকদ্বীপ বাজারে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল। এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর বক্তৃতায় সরাসরি শাসক দলকে আক্রমণ করেন। এছাড়াও পুলিশের দিকে আঙুল তোলেন।