অস্ত্র সহ এক বিক্রেতা গ্রেফতার

Oct 27, 2025 - 07:57
 13
অস্ত্র সহ এক বিক্রেতা গ্রেফতার

 বিশ্ব সমাচার, বারুইপুর : অস্ত্র বিক্রি করতে যাওযার পথে বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক অস্ত্র বিক্রেতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারুইপুরের বেতবেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জাহাঙ্গীর। বাড়ি মল্লিকপুর। তবে ধৃত ব্যক্তি বেশিরভাগ সময় থাকে পার্ক সার্কাসে। এর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি ওয়ান শাটার পাইপগান ও ২টি তাজা কার্টুজ। বন্দুক ৬-৭ হাজার টাকায় বিক্রি করার কথা ছিল বলে জানা গিয়েছে। ট্রেনে করে বেতবেড়িয়ায় আসে সে। কী করে রেল পুলিশের নিরাপত্তা এড়িয়ে ট্রেনে চেপে বন্দুক নিয়ে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও বারুইপুর থানায় ডাকাতি ছিনতাই কেসে অভিযুক্ত ধরা পড়েছিল। কার কাছে এই দুষ্কৃতী অস্ত্র বিক্রি করতে যাচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ধৃত ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতের তোলা হয়।