হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে উত্তাল হয়ে উঠল হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল
হাওড়া : হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে উত্তাল হয়ে উঠল হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল। জানা গিয়েছে বুধবার সকালে হাওড়ার আমতা থানা এলাকার চন্দ্রপুর ধাড়াপাড়া মেয়ে মন্দিরা বাগ শৌচালয় থেকে ফেরার পথে দেখে তার এগারো দিনের বাচ্চা বেডে নেই। এরপর কয়েক জন কে জিজ্ঞাসা করে জানাজায় এক মহিলা ওই বাচ্চাটিকে নিয়ে চলে গেছে। এরপরই মন্দিরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বাড়িতে খবরটা জানায়। শুরু হয় তোলপাড়। হাসপাতালে বিক্ষোভ দেখায় মন্দিরার বাপের বাড়ির লোকজন। প্রসঙ্গত শনিবার দিন ১১ দিনের ওই বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে আমতা হাসপাতালে ভর্তি করে বন্দি তার বাবার বাড়ির লোকজন। এখনো পর্যন্ত ওই বাচ্ছার কোন হদিস পাওয়া যায়নি। এই নিয়ে হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।