সুজনকে রাখি পরালেন লাভলী

Aug 10, 2025 - 07:16
 9
সুজনকে রাখি পরালেন লাভলী

বিশ্ব সমাচার, সোনারপুর: পার্টির রং যার যার, উৎসব সবার। সোনারপুরের তেমাথায় শনিবার দেখা গেল রাজনৈতিক ভিন্নমতের দেওয়াল ভেঙে এক মানবিক দৃশ্য। পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দপ্তর ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লাভলী মৈত্র। সকাল থেকেই হাসিমুখে তিনি আসা-যাওয়ার পথে সকলের হাতে রাখি পরাচ্ছিলেন। ছোটো থেকে বড়ো, নারী থেকে পুরুষ— কাউকে বাদ রাখেননি তিনি। এইসময় হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। দেখা হওয়া মাত্রই লাভলী মৈত্র এগিয়ে এসে তাঁকে রাখি পরানোর প্রস্তাব দেন। রাজনৈতিক মতের ফারাক আর বাঁধা হয়ে দাঁড়ায়নি। হাসিমুখে রাখি পরতে রাজি হন সুজন চক্রবর্তী। রাখি পরানোর পর লাভলী বলেন, আগামী দিন যেন ভালো কাটে। সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক। আর সুজনদা যেন ভালো থাকেন— এই আমার প্রার্থনা।

প্রত্যুত্তরে সুজন চক্রবর্তীও রাখিবন্ধনের মূল মন্ত্র তুলে ধরেন— এই দিনে বোন ভাইয়ের মঙ্গল কামনা করে, আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয়। রাজনীতি আমাদের পেশা, কিন্তু সম্পর্ক মানবিক।”

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ এই মুহূর্তের সাক্ষী হয়ে বলেন, এটাই বাংলার সংস্কৃতি— ভিন্ন মত হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না। 

অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই বিরল দৃশ্য। রাখিবন্ধন উৎসব বরাবরই ভ্রাতৃত্ব, ঐক্য আর বিশ্বাসের প্রতীক। এদিনের এই ঘটনা প্রমাণ করল, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা সম্ভব। লাভলী মৈত্র ও সুজন চক্রবর্তীর এই সৌহার্দ্যের মুহূর্ত তাই ছড়িয়ে পড়ল এলাকাজুড়ে, আর মনে করিয়ে দিল— রাখির আসল মানে হলো হৃদয়ের বাঁধন, যা রাজনীতির সীমানা ছাড়িয়ে যায়। এদিন এলাকার দোকানদার, পথচলতি বহু মানুষকেই রাখি পরিয়ে এবং মিষ্টিমুখ করে উৎসব পালন করেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র।