সাধারণ মানুষকে সচেতন করতে কাকদ্বীপের রাস্তায় নামলেন মহিলাবৃন্দরা
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : মহাসপ্তমীর সকালে রাস্তা দখল করল মহিলাবৃন্দরা। এদিন কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়া মহিলা বৃন্দের পক্ষ থেকে প্রায় ১০০ জন মহিলা স্বেচ্ছাসেবক স্রেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা মূলক র্যালির আয়োজন করেন। তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বাইক ও গাড়ি চালকদের সচেতন করেন। এদিন তাঁরা কাকদ্বীপ বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে পূজা মন্ডপের সামনে র্যালির সমাপ্তি ঘোষনা করেন। এবিষয়ে কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়া মহিলা বৃন্দের সভাপতি মানসী মাইতি বলেন, "দূর্গা পূজার কয়েকটা দিন কাকদ্বীপ বাজারে প্রচুর ভিড় হয়। সেই সময় যেন কোনও রকমের দুর্ঘটনা না ঘটে, তাই সাধারণ মানুষকে সচেতন করতে এই র্যালির আয়োজন করা হয়েছিল। বাইক চালকেরা যেন হেলমেট পড়ে থাকেন এবং গাড়ি চালকেরা যেন মোবাইল ফোন কানে না দিয়ে গাড়ি চালান, সেই বিষয়ে সাধারন মানুষকে সচেতন করতে পূজা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও পূজা মন্ডপের সামনে আমাদের কমিটির পক্ষ থেকে স্রেফ ড্রাইভ সেভ লাইফের বিষয়কে তুলে ধরে একটি মডেল তৈরি করা হয়েছে। সেখানেও প্রত্যেক গাড়ি চালককে সচেতন করা হয়েছে। আগামী দিনে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কমিটির পক্ষ থেকে আরও বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হবে।"