রাস্তার ধারে কাটা পা, চাঞ্চল্য উস্থিতে

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: রাস্তার ধারে কাটা পা পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল রবিবার রাতে উস্থি থানার সরাচি এলাকায়। একটি কাটা পা ব্যান্ডেজ করা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দাদের সূত্র খবর যায় উস্থি থানায়। পুলিশ কাটা পা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে জানান, ঘটনার তদন্তে নেমে উদ্ধার হওয়া কাটা পায়ে ট্যাগে লেখা নম্বর দেখে অনুমান যে হাসপাতালে অপারেশন করে বাদ দেওয়া। তদন্তের জন্য চিকিৎসকদের পরামর্শ নেন তদন্তকারীরা। মগরাহাট থানার ধামুয়ার এক সংস্থা বিভিন্ন হাসপাতাল থেকে বর্জ্য নিয়ে এক জায়গায় ফেলে। প্রাথমিক অনুমান, গাড়ি করে নিয়ে যাওয়ার সময় কোনও ভাবে এখানে পড়তে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, কোন হাসপাতাল থেকে এই কাটা পা বর্জ্য পদার্থের মধ্যে পড়েছে এবং কীভাবে এখানে এসে তা পড়ল, কার গাফিলতি, সবটাই তদন্ত করছে পুলিশ।