রামপুরহাট মেডিকেল কলেজে সোনালী বিবির পাশে দাঁড়ালেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল
দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষার পর বাংলাদেশ থেকে অবশেষে বীরভূমে ফিরেছেন পাইকরের বাসিন্দা সোনালী বিবি। পরিবারের সঙ্গে দেখা-সাক্ষাৎ সেরে তিনি অসুস্থতা অনুভব করলে তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সেখানেই শুরু হয় অন্তঃসত্তা সোনালী বিবির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
আজ সন্ধ্যা নাগাদ হাসপাতালে পৌঁছে সোনালী বিবির সঙ্গে দেখা করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ও SRDA এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সোনালী বিবির শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। কথা বলে আশ্বস্ত করেন এবং জানান—
“তৃণমূল কংগ্রেস তোমার পাশে আছে, যে কোনও প্রয়োজনে আমরা আছি।”
অনুব্রত মণ্ডলের পাশাপাশি এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগত, তৃণমূল নেতা অশোক চ্যাটার্জী, রামপুরহাট টাউন প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব। তারা সকলেই সোনালী বিবির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরবর্তী চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
বাংলাদেশ থেকে দেশে ফেরার পর থেকেই সোনালী বিবির নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জেলাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল। চিকিৎসাধীন সোনালী বিবির পাশে দাঁড়িয়ে আশ্বাসবাণী দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তির বাতাবরণ লক্ষ্য করা গেছে।