মহিলাদের মন পেতে ৩০০০০ অনুদানের প্রতিশ্রুতি তেজস্বীর
বিহারে ক্ষমতায় এলে আগামী বছরের জানুয়ারি মাসেই মহিলাদের বার্ষিক ৩০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে, মঙ্গলবার এমনটাই প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মনে করা হচ্ছে, শাসক জোট এনডিএ-র মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার পালটা দিতেই তেজস্বীর নয়া ঘোষণা। সম্প্রতি রাজ্যের মহিলাদের ব্যবসা শুরুর জন্য ১০০০০ টাকা করে অনুদান ১ কোটি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়েছে নীতীশ কুমার সরকার। এরপরই মঙ্গলবার পাটনায় একটি সংবাদিক সম্মেলন করে মহিলাদের অনুদানের কথা ঘোষণা করলেন আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তিনি জানালেন, ‘মায়ি বহিন মান যোজনা’য় বছরের শুরুতে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ৩০০০০ টাকা প্রদান করা হবে।এদিন লালুপ্রসাদ যাদবের উত্তরসূরি আরজেডি নেতা বলেন, “আমি অনেক জায়গায় গিয়েছি এবং মহিলাদের সঙ্গে কথা বলেছি। বিহারের সমস্ত মা ও বোনেরা ‘মাই বহিন মান যোজনা’ নিয়ে উচ্ছ্বসিত। মানুষের বক্তব্য এই যোজনা তাঁদের অর্থনৈতিক ন্যায়বিচার প্রদান করবে।” উল্লেখ্য, আরজেডির ইস্তেহারে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে অনুদানের কথা ঘোষণা করাই হয়েছিল। তেজস্বীর বক্তব্য, মা-বোনদের চাহিদার কথা মাথায় রেখেই আগামী বছর ১৪ জানুয়ারি গোটা বছরের প্রাপ্য ৩০ হাজার টাকা একবারে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।