মল্লিকপুরে ফের ট্রেনে পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা, জখম যাত্রী

Aug 5, 2025 - 21:34
 253
মল্লিকপুরে ফের ট্রেনে পাথর  ছুঁড়ল দুষ্কৃতীরা, জখম যাত্রী

বিশ্ব সমাচার, বারুইপুর: আবার মল্লিকপুরে রেললাইন থেকে পাথর ছোঁড়ার ঘটনা ঘটল সোমবার সন্ধ্যায়। শনিবার মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর দুষ্কৃতীরা পাথর ছুঁড়ে মেরেছিল। তাতে এক রেলযাত্রী আহত হন। সোমবার সন্ধ্যায় ফের মল্লিকপুর স্টেশনের আগে রেললাইন থেকে দুষ্কৃতীরা পাথর ছুঁড়ে মারায় এক পেয়ারা ব্যবসায়ী গুরুতর জখম হন। আহত পেয়ারা ব্যবসায়ীর নাম হোসেন আলি লস্কর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ধপধপি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিদিনের মতো হোসেন সোমবারও বারুইপুর থেকে পেয়ারা নিয়ে কলকাতা বাজারে বেচতে যান। সন্ধ্যায় ৬টা ৫৭ মিনিটে ডাউন নামখানা লোকালে ফিরছিলেন। তিনি ভেন্ডারে বসেছিলেন। মল্লিকপুর স্টেশন ছাড়ার পর হঠাৎ অতর্কিত আক্রমণ। দুষ্কৃতীর ছোঁড়া পাথর এসে পড়ে তাঁর মাথায়, হাতে ও পায়ে লাগে। সঙ্গে সঙ্গে মাথা দিয়ে রক্ত বেরোয় এবং হাতেও অসহ্য যন্ত্রণা হয়। 

শনিবার বিকালে শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর থেকে আপ নামখানা লোকাল ট্রেন শিয়ালদহের দিকে যাচ্ছিল। ওই সময় ট্রেনের দরজার সামনে রেলযাত্রী মিঠুন মণ্ডল দাঁড়িয়েছিলেন। মল্লিকপুরে ট্রেন ঢোকার আগে রেললাইন থেকে দুষ্কৃতীরা পাথর ছুঁড়ে মারে তাঁর মুখে। তাঁর মুখে সাতটা সেলাই ও চারটি দাঁত ভেঙেছে। মল্লিকপুর স্টেশনে ট্রেন ঢোকার আগে বারবার এরকম ঘটনায় রেলযাত্রীরা আতঙ্কিত। 

এব্যাপারে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার কথা আমার কানে এসেছে। আমি রেল কর্তৃপক্ষকে বলব নিরাপত্তার ব্যবস্থা করতে। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমানকেও এই সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায় খবর নিতে বলেন। কারা এরকম ধরনের কাজ করছে? বারুইপুর পুলিশ জেলার এসপিকেও এই ঘটনা দেখতে বলব। তিনি বলেন, বারবার রেললাইন থেকে পাথর ছোঁড়ার ঘটনায় যাত্রীরা খুব আতঙ্কে আছেন। রেল যেহেতু কেন্দ্রীয় সরকারের, তাই রেলযাত্রীদের নিরাপত্তার বিষয়ে তাদের সচেতন হতে হবে।